Homeসর্বশেষ সংবাদরাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর রাণীনগরে এক বিঘার একটি পুুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ভান্ডারা গ্রামের মসপুকুর এলাকায় মজিবর রহমানের পুকুরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে বুধবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষী মজিবর।

পুকুর মালিক মজিবর রহমান জানান, গ্রামের পাশে মসপুকুর এলাকায় নিজের প্রায় এক বিঘার একটি পুকুরে রেনু পোনা ও শিং মাছ সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ চাষ করে আসছিল। মাছগুলো বড়ও হয়েছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে মাছে খাবার দিয়ে বাড়িতে চলে আসি। পরের দিন বুধবার সকালে খবর পাই পুকুরের সব মাছ মরে ভেসে উঠছে। খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে পুকুরে বিষ প্রায়োগ করেছে। এতে দুর্বৃত্তের দেওয়া বিষে আমার পুকুরের প্রায় ৩ লাক্ষ টাকার মাছ নিধন হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ভুক্তভোগী মাছচাষী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর