পরিচালক রাশিদ পলাশকে সবার সামনে পেটালেন ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় এমনটা করেছেন অভিনেত্রী।
কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমায় পরিচালকের দায়িত্বে ছিলেন পরিচালক রাশিদ। তার ওপর সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন এ সিনেমার প্রযোজক, অভিনয়শিল্পী ও সিনেমা সংশ্লিষ্টরা।
সংবাদমাধ্যমে সিনেমা প্রসঙ্গে ববি বলেন, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। একজন চিত্রনায়িকাকে ঘিরে এ সিনেমার গল্প এগিয়ে গেছে। অথচ সিনেমায় নায়িকার চরিত্রটিই ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি।
ববি আরও বলেন, সিনেমাটি দেখে নেগেটিভ পজেটিভ উভয় মন্তব্যই করছেন দর্শক। এ বিষয়ে আমি বলব, গল্পটা যেমন সুন্দর ছিল তেমন নির্মাণ করা হয়নি। ডাবিংয়ের সময়ও যে দৃশ্যগুলো দেখেছি, পরে তা বাদ দেয়া হয়েছে। এ কারণে আমার অভিনীত চরিত্রের ব্যাপ্তি কমে গেছে। অথচ এ সিনেমায় আমার চরিত্রটির ব্যাপ্তি বেশি প্রয়োজন ছিল। সিনেমাটি খারাপ হয়েছে বলব না, তবে আরও ভালো করা যেত। এজন্য আমি সত্যি হতাশ।
জানা গেছে, প্রেক্ষাগৃহে ‘ময়ূরাক্ষী’ সিনেমার ব্যর্থতাকে ঘিরে নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়ান ববি। নায়িকার অভিযোগের পাশাপাশি সিনেমা সংশ্লিষ্টদেরও অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই। তাই রাগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাশিদের সঙ্গে হাতাহাতি হয় ববির।
অভিযোগ উঠেছে, বাজেটের দ্বিগুণ টাকা খরচ করার পরও সিনেমাটি ভালো করে নির্মাণ করতে পারেননি রাশিদ। অভিনয়শিল্পীদের পারিশ্রমিক প্রযোজক পরিচালকের কাছে তুলে দিলেও তিনি সে টাকা অভিনয়শিল্পীদের পরিশোধ করেননি।
এ প্রসঙ্গে ‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটন বলেন, কী নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঠিক আমি জানি না। তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য।
শাহাদাত আরও বলেন, পারিশ্রমিক ঠিকমতো পাননি ববি, আমাকে জানিয়েছিল। কিন্তু রাশিদ বলছে, যেভাবে কথা হয়েছিল সেভাবেই ববিকে টাকা দেয়া হয়েছে। দুজন দুরকম কথা বলছে। তাই খুব শিগগিরই এ বিষয়ে দুজনের সঙ্গে কথা বলব।
প্রসঙ্গত, ‘ময়ূরাক্ষী’ সিনেমায় নিজের অভিনীত চরিত্রের ওপর এতই ডুবে ছিলেন ববি যে অন্য কোনো সিনেমায় সময় দেননি। এ সিনমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকে।