Homeআন্তর্জাতিকইসরাইল-লেবাননের যুদ্ধ বন্ধে কূটনৈতিক চুক্তি প্রয়োজন: যুক্তরাষ্ট্র

ইসরাইল-লেবাননের যুদ্ধ বন্ধে কূটনৈতিক চুক্তি প্রয়োজন: যুক্তরাষ্ট্র

ইসরাইল-লেবাননের যুদ্ধ বন্ধে জরুরি ভিত্তিতে দুই দেশের কূটনৈতিক চুক্তি প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মঙ্গলবার (২৫ জুন) অস্টিন এক সাক্ষাৎকারে দুই দেশের প্রতি এ আহ্বান জানান।

অস্টিনের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরাইল-লেবাননের যুদ্ধের রেষ বিশ্বে ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এর আগেই দুই দেশের কূটনীতিক আলোচনার ভিত্তিতে এর অবসান প্রয়োজন।
মঙ্গলবার অস্টিন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠকে বসেন। সেসময় অস্টিন ইসরাইল-লেবাননের যুদ্ধের জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এককভাবে দায়ী করেন।

অস্টিন বলেন, হিজবুল্লাহর উসকানিতেই দুই দেশের যুদ্ধ আরও বাড়ছে। এ যুদ্ধ সবার জন্য ‘ধ্বংসাত্মক’ এবং ‘বিস্ফোরক’ হবে। তাই যুদ্ধের ভয়াবহ পরিণতি উপেক্ষা করার জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক চুক্তির আহ্বান করছি। এটিই একমাত্র কার্যকরী উপায় বলে মনে করি।

তিনি আরও বলেন, কূটনৈতিক চুক্তির মধ্য দিয়ে ইসরাইলের উত্তর সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে। এছাড়াও ইসরাইল-লেবানন উভয় সীমান্তে বেসামরিকদের নিরাপদে নিজ বাড়িতে ফিরে যেতে সহায়তা করবে।

ইসরাইল-লেবাননের পাল্টাপাল্টি হামলা দিন দিন বেড়েই চলছে। এ যুদ্ধের রেষ ছড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যান্য প্রান্তে বলে মনে করছেন অনেকে। বিশ্ব ইতোমধ্যে ইসরাইল-গাজার ভয়াবহ যুদ্ধ সাক্ষী হচ্ছে। এরমধ্যে আবার এ ধরনের যুদ্ধ বিশ্বে ভয়াবহ দুর্যোগ বয়ে আনবে।

এদিকে হিজবুল্লাহর দাবি, গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইসরাইলে পাল্টা হামলা চালাচ্ছে লেবানন। তবে এ পাল্টাপাল্টি হামলার শিকার হচ্ছে ইসরাইল-লেবাননের বেসামরিকরা। এতে বহু বেসামরিক হতাহত এবং বাস্তুহারা হয়েছে।

সর্বশেষ খবর