গাজায় চলমান যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ খাদ্য সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছেন। বিশেষ করে উপত্যকাটির শিশুরা ভুগছে চরম অপুষ্টিতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে রেড ক্রস।
গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। প্রতিদিনই খারাপ হচ্ছে গাজার পরিস্থিতি। উপত্যকাটির প্রায় ৫ লাখ মানুষ খাদ্য সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে। পণ্য সরবরাহের ঘাটতিতে মানবেতর জীবন যাপন করছেন রাফাহ শহরের বাসিন্দারাও। এক পোস্টে এমনটাই জানিয়েছে রেড ক্রস।
শুধু তাই নয়, অবরুদ্ধ উপত্যকাটিতে বেড়েই চলেছে মানবিক সহায়তা কর্মীদের ঝুঁকি। যুদ্ধবিধ্বস্তদের সাহায্য করতে গিয়ে প্রতিনিয়ত প্রাণ হাতে নিয়ে কাজ করছেন তারা। এ অবস্থায় ইসরাইলকে সতর্ক করেছে জাতিসংঘ।
এদিকে, হামাস-ইসরাইল সংঘাতে নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র মঙ্গলবার সাইপ্রাসের দেয়া ত্রাণ সহায়তা পাঠায় গাজার উপকূলে। এদিন বিশ্ববাসীর কাছে নিজেদের চেষ্টার কথা সগৌরবে পৌঁছে দিতে সাংবাদিকদের আহ্বান জানায় দেশটির সেনাবাহিনী। তারা জানায়, যুদ্ধবিধ্বস্ত গাজার জেটিতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করছেন সেনারা।
অন্যদিকে, নেতানিয়াহুকে দুর্বল করতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রীকে দমানোর একমাত্র উপায় হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতি। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানায় ইসরাইলকে যারা বয়কট করবে তাদেরকে সমর্থন দেবে হামাস।