Homeখেলামাইলফলক গড়তে পর্তুগালের হয়ে মাঠে নামছেন রোনালদো

মাইলফলক গড়তে পর্তুগালের হয়ে মাঠে নামছেন রোনালদো

এবারের ইউরোয় এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। টানা দুই ম্যাচে চেক প্রজাতন্ত্র ও তুরস্ককে হারিয়ে উড়ছে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজরা। পর্তুগালের সামনে এখন চ্যালেঞ্জ জয়ের ধারা ধরে রেখে গ্রুপ পর্ব শেষ করা।

কাতার বিশ্বকাপে দারুণ শুরুর পর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে বাদ পড়েছিল পর্তুগাল । দলের প্রয়োজনের মুহূর্তে রোনালদোকে সাইডবেঞ্চে বসিয়ে পর্তুগালকে ডোবান কোচ ফার্নান্দো সান্তোস। বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান সান্তোস। কোচ বদলের পর সে ধাক্কা সামলে উঠেছে পর্তুগাল। রবার্তো মার্তিনেজের ছোয়ায় ইউরোর বাছাইয়ে এবার অপ্রতিরোধ্য ছিলো সেলেকাওরা। অপরাজিত পর্তুগালের ইউরো অভিযানের শুরুটাও হয়েছে দুর্দান্ত।

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু হয় ২০১৬ সালের চ্যাম্পিয়নদের। পরের ম্যাচে তুরস্কের বিপক্ষে ৩-০ গোলের জয়। বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজদের নৈপুণ্যে বিধ্বস্ত হয় তুরস্ক। দাপুটে জয়ের পর নিশ্চিত হয় পর্তুগালের নকআউট পর্ব। গ্রুপের শেষ ম্যাচে তাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির জর্জিয়া। তুরস্কের কাছে হার । আর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলের ড্র। আসরে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট সম্বল জর্জিয়ার। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচটা জিততেই হবে নবাগতদের।

প্রতিপক্ষের ভাবনা বুঝেই নকআউট নিশ্চিত হয়ে গেলেও দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এ ম্যাচে বিশ্রামে রাখবেন না কোচ রবার্তো মার্তিনেজ।এ ম্যাচে মাঠে নামলেই প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে মেজর টুর্নামেন্টে ৫০ তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন রোনালদো।

হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে জর্জিয়ার বিপক্ষে রাফায়েল লিয়াওকে পাবেন না কোচ মার্তিনেজ। বিশ্রামে থাকতে পারেন মিডফিল্ডার জোয়াও পালিনহাও। গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন দিয়েগো কস্তা।

এর আগে একবারই দেখা হয়েছিল পর্তুগাল ও জর্জিয়ার। প্রীতি ম্যাচে সেবার ২-০ গোলের জয় পেয়েছিলো সেলেকাওরা। এবারও ফেবারিট ইউরোপের ব্রাজিলখ্যাত দলটাই। নকআউট পর্বে উঠে গেলেও একটা খুঁতখুঁত থেকেই যাচ্ছে। আসরে যে এখনও গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড ষষ্ঠ আসর খেলা মহাতারকার কাছে আজ গোল চান সমর্থকরাও।

আজ বুধবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির আউফশালকে স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি।

Exit mobile version