দেশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
জেলাগুলো হলো- বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ, রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী ও বরগুনা।
প্রজ্ঞাপনে পুলিশ সুপার সমমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর একজনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।