Homeআন্তর্জাতিকরাফায় ইসরাইলি সেনা নিহত

রাফায় ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে লড়াই চলাকালে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেটজ জানিয়েছে, রাফায় একটি অপারেশন চলাকালীন ট্যাংক দুর্ঘটনায় মালকিয়া নামে এক ইসরিাইলি সেনা প্রাণ হারিয়েছেন। নিহত ২৫ বছর বয়সি মালকিয়া ইসরাইলি সেনাবাহিনীর ২০৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

এই ইসরাইলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং গাজার সীমানায় পরিচালিত অভিযানে নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ জনে ।

এদিকে অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাবাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত একদিনে হামলা চালিয়ে ১০০ এর বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

শনিবার (২২ জুন) গাজার আল-শাতি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে হতাহত হন অনেকে। আরেকটি হামলায় আল-তুফাহ জেলার বাড়িঘর লক্ষ্যবস্তু করা হয়। সেখানেও ঘটে হতাহতের ঘটনা।
এছাড়াও রাতভর গাজা সিটির আল জোহারা টাওয়ারে হামলায় হতাহতের ঘটনা ঘটে। আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মাওয়াসি এলাকায় একটি অস্থায়ী হাসপাতালেও চালানো হয় বিমান হামলা।

জাতিসংঘ জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি সময়ে গাজার ১০ লাখের বেশি মানুষ তীব্র অনাহারে দিন কাটাতে পারে। ইসরাইল গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেয়ার কারণে ক্ষুধা সংকট দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। বাবা-মাকে তাদের সন্তানদের দুবেলা খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে সংগ্রাম করতে হচ্ছে।

শুধু গাজায় নয় ইসরাইলি বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে পশ্চিম তীরেও। শনিবার জেনিনে অভিযান চালানোর সময় গুলিতে আহত এক ব্যক্তিকে জিপ গাড়ির সামনে বেধে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসরাইলের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার করা হয়েছে।

Exit mobile version