Homeখেলামেসিকে ট্যাকল করায় কানাডিয়ান ফুটবলারকে বর্ণবাদী মন্তব্য

মেসিকে ট্যাকল করায় কানাডিয়ান ফুটবলারকে বর্ণবাদী মন্তব্য

কোপা আমেরিকার প্রথম ম্যাচে গত শুক্রবার (২১ জুন) আর্জেন্টিনার মুখোমুখি হয় কানাডা। এদিন ম্যাচ চলাকালে লিওনেল মেসিকে ট্যাকল করেন কানাডিয়ান ফুটবলার মোয়েস বোম্বিতো। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বোম্বিতোকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমেরিকা ও ক্যারিবীয় ফুটবল সংস্থা (কনকাকাফ) তদন্ত করবে বলে জানিয়েছে।

কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার দুপুর ১২টার দিকে বোম্বিতোর নাম উল্লেখ না করে টুইটে একটি বিবৃতি জারি করে।

বিবৃতিতে বলা হয়, ‘আজ রাতের খেলার পর কানাডা পুরুষ জাতীয় দলের একজন খেলোয়াড়কে নির্দেশ করে অনলাইনে করা বর্ণবাদী মন্তব্য নিয়ে কানাডা সকার গভীরভাবে সচেতন এবং বিরক্ত। আমরা এই বিষয়ে কনকাকাফ এবং কনমেবলের সঙ্গে যোগাযোগ করছি।’

কলোরাডো র্যাপিডসের ২৪ বছর বয়সী তারকা মোয়েস বোম্বিতো একটি ইনস্টাগ্রাম স্টোরিতে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ না করেই বলেন, ‘আমার সুন্দর কানাডা। এখানে বিএসের জন্য কোন জায়গা নেই।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা বর্ণবাদী মন্তব্যের নিন্দা করে কানাডা সকারের পাশে দাঁড়িয়েছে কনকাকাফ। তারা জানিয়েছে, ‘অভিযুক্ত বর্ণবাদী অ্যাকাউন্টগুলো সম্পর্কে তদন্ত করতে আমরা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এবং ফিফার সহকর্মীদের সঙ্গে কাজ করছি৷ আমরা আমাদের একতা এবং সম্মান বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখব।’

উল্লেখ্য, কানাডা-আর্জেন্টিনা ম্যাচের ৮২ মিনিটে মেসিকে ট্যাকল করেন বোম্বিতো এবং ব্যথা পেয়ে পেনাল্টি বক্সে পড়ে যান আর্জেন্টাইন তারকা।

রিপ্লেতে দেখা গেছে, বোম্বিতো একটি স্লাইডিং ডিফেন্সের মাধ্যমে বলে পা লাগান। এসময় মেসির ডান পায়ের সঙ্গে তার গোড়ালির সংঘর্ষ হয়। তবে এতে কোনো ফাউল দেয়া হয়নি।

মেসি মাঠের বাইরে চিকিৎসা নেয়ার পর মাঠে ফিরে আসেন এবং ৮৮ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন। আর তাতে কানাডাকে ২-০ ব্যাবধানে হারিয়ে শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সর্বশেষ খবর