Homeখেলানেদারল্যান্ডসের বিপক্ষে লড়াইয়ে নামার আগে মাস্ক নিয়ে বিপাকে এমবাপ্পে

নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াইয়ে নামার আগে মাস্ক নিয়ে বিপাকে এমবাপ্পে

রাউন্ড অব সিক্সটিন নিশ্চিতের লক্ষ্যে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট ফ্রান্স ও নেদারল্যান্ডস। জার্মানির লাইপজিগ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১ টায়। হাইভোল্টেজ এ ম্যাচের আগে মাস্ক নিয়ে বিপাকে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে।

শক্তিমত্তা হোক কিংবা মুখোমুখি পরিসংখ্যান; কেউ কারও চেয়ে কম নয়। শিরোপা জয়ের লক্ষ্যে বেশ শক্তিশালী স্কোয়াড নিয়েই ইউরোর যাত্রা শুরু করেছে ফ্রান্স আর নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দু-দলই জয় তুলে নিয়েছে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শেষ ১৬’র টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই লাইপজিগ স্টেডিয়ামে নামবে ইউরোপের দুই পরাশক্তি।

দারুণ ছন্দে আছে নেদারল্যান্ডস। সব মিলিয়ে নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের চারট’তেই জয় আছে তাদের, আর হার একটাতে। ফর্মে আছেন ডিপাই-ফন ডাইকরা। হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে না পারলেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ব্রায়ান ব্রোবি। তাই গেম প্ল্যান সাজাতে স্কোয়াডের সব সৈন্যকেই পাচ্ছেন কোচ কোম্যান।

এদিকে শেষ পাঁচবার মাঠে নেমে তিনটাতে জয় পেয়েছে গত বিশ্বকাপের রানার্সআপরা। একটা ড্র’য়ের সঙ্গে একবার হারের তিক্ততা পেয়েছে ফরাসীরা। সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও মুখোমুখি পরিসংখ্যানে নেদারল্যান্ডেসের চেয়ে ঢের এগিয়ে আছে কিলিয়ান এমবাপ্পের দল। শেষ পাঁচ দেখায় প্রতিপক্ষের বিপক্ষে চার জয় আর একটা ড্র আছে দিদিয়ের দেশম শিষ্যদের।

তবে ইনজুরির চিন্তা আছে ফরাসি শিবিরে। অস্ট্রিয়ার বিপক্ষে খেলা নিজেদের শেষ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে মারাত্মকভাবে নাকে আঘাত পান। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে মাস্ক পরে খেলার কথা ফরাসি তারকার। তবে ফ্রান্সের পতাকার আদলে সাদা, নীল আর লাল রংয়ের মাস্ক পরার কথা থাকলেও বাধ সেধেছে উয়েফা। এমবাপ্পেকে এক রংয়ের মাস্ক পরে মাঠে নামার জন্য নির্দেশনা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবকরা।

জয়ের লক্ষ্যে সম্ভাব্য ৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজাতে পারেন কোচ দেশম। আর ফরোয়ার্ডদের অ্যাটাকিং রাখতে ৪-২-৩-১ ফর্মেশন নিয়েই মাঠে নামতে পারে অরেঞ্জ আর্মিরা।

সর্বশেষ খবর