Homeআন্তর্জাতিককুয়েতে অর্থপাচারের অভিযোগে আটক ২৭

কুয়েতে অর্থপাচারের অভিযোগে আটক ২৭

কুয়েতে অর্থপাচারের অভিযোগে ছয় স্থানীয় নাগরিকসহ মোট ২৭ জনকে আটক করা হয়েছে। স্থানীয় গনমাধ্যম কুয়েত নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ১২ কোটিরও বেশি কুয়েতি দিরহাম পাচারের অভিযোগে অভিযান শুরু করে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো।

অভিযানে ছয় স্থানীয় নাগরিকসহ ২৭ জন সদস্যের একটি চক্রকে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আটককৃতরা তহবিল ও এগুলোর উৎস গোপন করার জন্য স্থানীয় ব্যাংকগুলোকে চ্যানেল হিসেবে ব্যবহার করেছে।

অপরাধী চক্র এবং এর কার্যক্রমের সম্পূর্ণ পরিধি উদঘাটনের জন্য তদন্ত চলছে। খবরে ২৭ জনের মধ্যে ছয় কুয়েতি নাগরিকের কথা বলা হলেও অন্যরা কোন দেশের নাগরিক সেটা উল্লেখ করা হয়নি।

Exit mobile version