দোকানদাররা হরহামেশাই ক্রেতাদের নকল পণ্যকে ‘আসল’ বলে গছিয়ে দেয়। ক্রেতারা একটু সচেতন না হলে সহজেই এ ফাঁদে পড়তে পারে। ভারতের জয়পুরের এক অলংকার দোকানের বিক্রেতারা এমনই এক কাণ্ড ঘটিয়েছে এক মার্কিন নারী ক্রেতার সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন মতে, দুই বছর আগে চেরিস নামের এক মার্কিন নারী ভারতের রাজস্থানের জয়পুর শহরের এক দোকান থেকে অলংকার কিনেন।
দোকানদাররা চেরিসের কাছে ৩০০ রুপির নকল অলংকারকে ‘আসল’ বলে ৬ কোটি রুপি দিয়ে বিক্রি করে। তার কেনা অলংকার মূলত নকল রূপার ওপর সোনালি রঙের প্রলেপ দেয়া ছিল। যা ওই মার্কিন নারী বুঝতেই পারেননি।
চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে অলংকার প্রদর্শনীতে চেরিস তার ভারত থেকে কেনা অংলকারটি প্রদর্শন করেন। আর তখনই তিনি জানতে পারেন অলংকারটি নকল। তাকে আসল অলংকার বলে ঠকানো হয়েছে।
প্রতারিত হয়ে চেরিস আবার ভারতে আসেন। এরপর তিনি জয়পুরের ওই অলংকারের দোকানে খোঁজ নিতে যান। পরে তিনি দোকানের মালিক গৌরভ সোনির কাছে অভিযোগ দেন।
সেই সঙ্গে ঘটনাটি তিনি মার্কিন দূতাবাসকে জানান। এরপর গত মাসে (১৮ মে) দোকানদার রাজেন্দ্র সোনি ও ছেলে গৌরভ সোনির বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশ বলছে, অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে।