উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির ব্যবসা প্রতিষ্ঠান ‘সানভিস বাই তনি’র গুলশানের শোরুম বন্ধ করে দেয়া যুক্তিসঙ্গত নয় বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। চব্বিশ ঘণ্টার মধ্যে শোরুমটি খুলে দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) আদালত আদেশে আরও বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে শোরুমটি খুলে না দিলে আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।
এর আগে, সোমবার (১০ জুন) তনির শোরুম খুলে দেয়ার আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চ। কিন্তু উচ্চ আদালতের আদেশের পরও শোরুমটি বন্ধ রাখে ভোক্তা অধিদফতর।
ফলে গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবীরা আদালতে গেলে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন আদালত।
গত ২১ মে এ নিয়ে একটি রিট পিটিশন দায়ের করেন রোবাইয়াত ফাতিমা তনি। পরে ২৭ মে ‘সানভিস বাই তনি’ শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
এর আগে, গত ১৪ মে প্রতারণার অভিযোগে সিলগালা করা হয় গুলশানের ‘সানভিস বাই তনি’ শোরুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে শোরুমটি বন্ধ করে দেয়।