কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলার নতুন একটি বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনা হতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোকাকোলা ইসরাইলের পণ্য নয়; এমন তথ্য দিয়ে বিজ্ঞাপনটি তৈরি। অনেকেই বিজ্ঞাপনটির মডেলদেরও সমালোচনা করছেন। এর জেরে অভিনেতা শিমুল শর্মা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিমুল লিখেছেন, ‘আমি শিমুল শর্মা। যদিও পরিচয় দেয়ার মত একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি। কারণ, একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।’
কোকাকোলার বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, একজন ক্লান্ত হয়ে দোকানে এসে দাঁড়ালে তাকে কোক দেব কি না জিজ্ঞেস করছেন বিক্রেতা। তখন তিনি বলছেন, এই জিনিস এখন আর খাচ্ছি না। কারণ এটিতো ওখানকার (ইসরাইল)। তখন বিক্রেতা শুনতে চান, একথা কে বলেছে? পরে দেখানো হয়, কোকাকোলা যে ইসরাইলি পণ্য তার কোনও সঠিক তথ্যসূত্র নাই।
বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে দেখা গেছে, অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।
এর আগেই সমালোচনার মুখে বিজ্ঞাপনে কাজ করা নিয়ে ফেসবুকে পোস্ট দেন শরাফ আহমেদ জীবন।