Homeখেলাইউরো থেকে ছিটকে গেলেন ডি ইয়ং

ইউরো থেকে ছিটকে গেলেন ডি ইয়ং

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তার আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে সোমবার (১০ জুন) আইসল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। তবে ডাচদের এই সুখ মাটি হয়ে গেছে দলের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ছিটকে যাওয়ার খবরে। ইনজুরির কারণে আসন্ন ইউরো খেলতে পারবে না বার্সেলোনার এই মিডফিল্ডার।

গেল মৌসুমে অ্যাঙ্কেল ইনজুরি বারবারই ভুগিয়েছে ডি ইয়ংকে। তবে ইনজুরি থাকা সত্ত্বেও ইউরোর দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে সোমবার (১০ জুন) বার্সেলোনার চিকিৎসক জানায়, ইউরোর আগে ডি ইয়ংয়ের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। যার কারণে ইউরো খেলা হচ্ছে না ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের।

আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই দলের সঙ্গে অনুশীলন করেছেন ডি ইয়ং। তবে ম্যাচে নামানো হয়নি তাকে। ম্যাচ শেষে ইয়ংয়ের ইউরো থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান।

তিনি বলেন, ‘পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই উপসংহারে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না। আমি আগে থেকেই বুঝেছিলাম (ডি গ্রুপের প্রথম ম্যাচে) পোল্যান্ডের বিপক্ষে তার খেলা কঠিন হবে।’

এদিকে ইউরো থেকে ছিটকে যাওয়ায় নিজের হতাশা প্রকাশ করেছেন ডি ইয়ং। তিনি বলেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে না পারায় আমি বিষণ্ন ও হতাশ। আমাদের পক্ষে যা করা সম্ভব, সবই আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার অ্যাঙ্কেলের আরও সময় প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা, কমলা জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং পুরো দেশের সমর্থন অনুভব করা স্বপ্ন ও সর্বোচ্চ সম্মানের। কিন্তু এখন, আর সব অরেঞ্জ আর্মির মতো পার্শ্বরেখা থেকে দলের জন্য উল্লাস করব। এগিয়ে যাও ছেলেরা।’

Exit mobile version