Homeসর্বশেষ সংবাদসাতক্ষীরাকে গৃহহীনমুক্ত ঘোষণা, ১৪০ পরিবার পেল আশ্রয়

সাতক্ষীরাকে গৃহহীনমুক্ত ঘোষণা, ১৪০ পরিবার পেল আশ্রয়

সাতক্ষীরাকে আনুষ্ঠানিকভাবে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশাশুনি উপজেলার ১৪০ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন।

এছাড়া সদর উপজেলায় ১১০টি দ্বিকক্ষ বিশিষ্ট একক গৃহ উদ্বোধন করা হয়। এর আগে জেলার ৬টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। আর আশাশুনি উপজেলায় গৃহদানের মধ্য দিয়ে সাতক্ষীরাকে গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এদিন সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমিহীনদের হাতে দলিল ও নামজারি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সামাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে ভূমিহীনরা জমির দলিল পেয়ে খুশি হয়েছেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, প্রায় সাড়ে তিন হাজার ভূমিহীনকে গৃহদানের মধ্য দিয়ে সাতক্ষীরাকে আনুষ্ঠানিকভাবে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। তবে কোনও উপজেলায় যদি ভূমিহীন পাওয়া যায়, তাদেরকেও গৃহদান করা হবে।

Exit mobile version