গণতন্ত্রকে সমূলে ধ্বংস করে আওয়ামী লীগ নেতারা এখন কোন সাহসে গণতন্ত্রের কথা বলেন, জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ জুন) জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
ফখরুল বলেন, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করে আওয়ামী লীগ এখন মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে। রাজনীতি, অর্থনীতি, বিরোধী দল, গণতন্ত্র সবকিছুকেই দেউলিয়া করেছে ক্ষমতাসীনরা। এখন কোন সাহসে আওয়ামী লীগ নেতারা গণতন্ত্রের কথা বলেন?
তিনি বলেন, শুধু ক্ষমতায় টিকে থাকতে দেশকে বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে আওয়ামী লীগ।
বিএনপির মহাসচিব বলেন, কাউকে সহ্য করতে না পারা আওয়ামী লীগের চরিত্র। দেশকে নেতৃত্ব দিতে পারবে এমন ব্যক্তিদের তারা পরিকল্পিতভাবে নির্যাতন করছে। একদলীয় শাসন কায়েম করাই তাদের লক্ষ্য।
জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিতে চাইতো না বলেই বিএনপির বাজেট ছোট ছিল মন্তব্য করে ফখরুল বলেন, মানুষকে ঋণে ডোবাতেই জনবিরোধী বাজেট দিয়েছে সরকার।