Homeআন্তর্জাতিকইসরাইলে হামলায় নতুন অস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ

ইসরাইলে হামলায় নতুন অস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ

ইসরাইলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে প্রথমবারের মতো নতুন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার (৮ জুন) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, প্রথমবারের মতো তারা ইসরাইলের উত্তরাঞ্চলে সামরিক কমান্ড সেন্টারে ‘ফালাক-২’ রকেট নিক্ষেপ করেছে।

একটি নিরাপত্তা সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, এর আগে অনেকবার ফালাক-১ নিক্ষেপের পর এই প্রথম এ ধরনের রকেট ব্যবহার করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

এই হামলায় ইসরাইলে কোনো হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ইসরাইলের স্থানীয় গণমাধ্যমেও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ইসরাইল ও লেবাননে হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে।

গত সপ্তাহে এই লড়াই আরও তীব্র হয়েছে। ইসরাইল ক্রমেই লেবাননের ভূখণ্ডের গভীরে আঘাত হানছে। যার ফলে আরও বিস্তৃত সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। এই বাগযুদ্ধ বড় যুদ্ধে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version