নওগাঁ প্রতিনিধি।।
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে নওগাঁয় ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা ভূমি কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
অনুষ্ঠানে এক আলোচনা সভা, ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে এল এ চেক বিতরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে দেশব্যাপী শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহ ১৪জুন পর্যন্ত চলবে বলে জানান তারা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এহসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম, রবিন শীষ, নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, গণমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তি এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।