Homeসর্বশেষ সংবাদরৌমারী উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

রৌমারী উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি।।

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের জেলার রৌমারীতে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন) বেলা ১০টায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান এর সভাপতিত্বে শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শালু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সামছুল দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আছিব উদ্দীন মিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক,শৌলমারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা, প্রভাষক মোশাররফ হোসেন, সাংবাদিক এসএমএ মোমেন,সাংবাদিক শওকত আলী মন্ডল,স্থানীয় সুধিজন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছেন।এর মাধ্যমে জনগণ কাঙ্খিত সেবা পাবে।রৌমারী উপজেলার ভুমি অফিস গুলোয় অনিয়ম, দুর্নীতি ,জনগণের হয়রানী বন্ধে কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন,স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।

রৌমারী উপজেলা ভূমি অফিস চত্ত্বরে দুটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ আছিব উদ্দীন মিয়া জানান, উপজেলার ৬টি ইউনিয়নের ভূমি অফিসে একই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।আমি নতুন যোগদান করেছি আমি চেষ্টা করবো সর্বোচ্চ আন্তরিকতার সাথে জনগণের কাঙ্খিত সেবা দিতে।

উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক মন্ডলী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,সেবাগ্রহিতা তথা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর