ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার পর থেকেই বুথফেরত জরিপের ফল ঠিকই উল্টে যেতে লাগল। বিরোধী দলের নেতা সোনিয়া গান্ধীও একদিন আগেই ‘পুরোপুরি’ উল্টে যাওয়ার আশাবাদ জানিয়েছিলেন। বুথফেরত জরিপে প্রায় ৪শ আসনে জয় দিয়ে নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আভাস দেয়া হয়েছিল। বাস্তবে কী ঘটছে?
মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরুর পর সময় যত গড়িয়েছে বিজেপি সুপ্রিম নরেন্দ্র মোদির সেই স্বপ্ন ফিকে হয়ে এসেছে। দুপুর পর্যন্ত দেখা গেছে, ফলাফলে মোদির বিজেপি এগিয়ে থাকলেও বিরোধী কংগ্রেসের উত্থান হয়েছে আশ্চর্যজনকভাবে। সময়ের সঙ্গে সঙ্গে বিজেপির এনডিএ ও কংগ্রেসের ইন্ডিয়া জোটের ব্যবধান কমে এসেছে লক্ষণীয়ভাবে।
এবারের ভোটে ছয়টি বড় রাজ্য যেগুলো ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে; সেই ছয়টি রাজ্য হলো কর্নাটক (২৮ আসন), মহারাষ্ট্র (৪৮ আসন), বিহার (৪০ আসন), উত্তর প্রদেশ (৮০ আসন), পশ্চিমবঙ্গ (৪২ আসন) ও অন্ধ্র প্রদেশ (২৫ আসন)। বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক ফলে দেখা গেছে, এসব রাজ্যে বিজেপি ও তার শরিক দলগুলো ততটা ভালো ফল করতে পারেনি। একমাত্র অন্ধ্র প্রদেশ ছাড়া।
ভারতের লোকসভার সবচেয়ে বেশি আসন উত্তর প্রদেশে। এখানকার আসন সংখ্যা ৮০ টি। তাই নির্বাচনে উত্তর প্রদেশ রাজ্যটির গুরুত্ব অনেক বেশি। বুথফেরত জরিপগুলোর আভাস ছিল, এই রাজ্যে ৮০টি আসনের মধ্যে ৭৮টি আসনই পাবে মোদির এনডিএ। কিন্তু নির্বাচনের সবশেষ খবর অনুযায়ী, উত্তর প্রদেশে ৪৪টি আসনে এগিয়ে আছে কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট। আর এনডিএ এগিয়ে আছে ৩৫ আসনে।
এরপর পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ইন্ডিয়া জোটের দখলে গেছে ৩৩টি আসন। অন্যদিকে এনডিএ পেয়েছে মাত্র ৯টি। মহারাষ্ট্রতেও এগিয়ে ইন্ডিয়া জোট। ৪৮টি আসনের মধ্যে ইন্ডিয়া জোটের ঝুলিতে গেছে ২৯টি আসন, বিপরীতে এনডিএ জোট পেয়েছে ১৮টি। তামিলনাড়ুতে ৩৯টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেয়েছে ৩৭টি আসন। ১ টি আসন পেয়েছে এনডিএ জোট।
শেষ খবর পাওয়া পর্যন্ত, লোকসভা নির্বাচনের ভোটে এনডিএ ২৯১ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৩টি আসনে। অন্যান্য দল এগিয়ে ১৯টি আসনে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে মোদির এনডিএ আর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মাঝে ফারাক মাত্র ৫০ আসনের আশপাশে।
ভারতের ১৮ তম লোকসভার সাত দফার নির্বাচন শুরু হয় গত ১৯ এপ্রিল। শেষ হয় ১ জুন শনিবার। ভোট শেষ হওয়ার পর বুথফেরত জরিপ নিয়ে সোনিয়া গান্ধী এক অনুষ্ঠানে দাবি করেছিলেনে, ‘একটু অপেক্ষা করুন, এবারের নির্বাচনে ফলাফল হবে বুথফেরত জরিপের পুরোপুরি উল্টো।’