Homeআন্তর্জাতিকইন্ডিয়া জোটের ‌‘অপ্রত্যাশিত’ লড়াইয়ে বিজেপি কার্যালয়ে ‘বিষণ্নতার ছায়া’

ইন্ডিয়া জোটের ‌‘অপ্রত্যাশিত’ লড়াইয়ে বিজেপি কার্যালয়ে ‘বিষণ্নতার ছায়া’

লোকসভা নির্বাচনে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে বলে ধারণা ছিল ক্ষমতাসীন বিজেপির। কিন্তু ভোট গণনা শুরু হতেই পাল্টে গেছে চিত্র। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। আর এতেই ‘বিষণ্নতায় ছেয়ে গেছে’ বিজেপির সদর দফতর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের জয় ২০০ আসন ছাড়াতেই বিজেপির সদর দফতরে এক ধরনের বিষণ্নতা দেখা গেছে।

যদিও বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পরবর্তী সরকার গঠনে করবে বলে আত্মবিশ্বাসী বিজেপির নেতারা।

কিন্তু ভোট গণনা শুরুর পর থেকে বিরোধী জোটের চমক দেখে হতবাক হয়ে যান ক্ষমতাসীনরাও।

বিজেপির মুখপাত্র অবশ্য বলেছেন, ভোট গণনা শেষ হওয়ার আগে কে জিতবে তা বলা ঠিক হবে না। তবে বিষয়গুলো দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

দুপুর ১২টার দিকে ইন্ডিয়া টুডের দেয়া সবশেষ গণনার ফল বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে আছে ২২৮ আসনে। বাকি ১৯ আসনে অন্য দলগুলো এগিয়ে আছে।

শনিবার লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণের পর থেকেই একে একে আসতে থাকে বুথফেরত জরিপের ফলাফল। প্রায় সব জরিপই বিজেপি ও এনডিএ ৩৫৯ থেকে ৩৯৫ আসনে জিততে পারে বলে পূর্বাভাস দেয়া হয়। ‘ইন্ডিয়া’ জোটকে দেয়া হয় ১২৫ থেকে ১৬১ আসন।

উল্লেখ্য, ৫৪৩ আসনের মধ্যে দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

Exit mobile version