Homeআন্তর্জাতিকসন্ধ্যায় ধ্যান ভাঙবেন মোদি

সন্ধ্যায় ধ্যান ভাঙবেন মোদি

লোকসভা নির্বাচনের শেষ দিকে এসে তামিল নাড়ুর উপকূলীয় শহর কন্যাকুমারীর ধ্যানমণ্ডপম-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ধ্যানে বসেছিলেন, শনিবার (১ জুন) সন্ধ্যায় তা ভাঙবেন তিনি।

ভারতে আজ শনিবার সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। এর মাধ্যমে শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সন্ধ্যায় বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল সামনে আসবে।

শেষ দফার ভোট সামনে রেখে গত বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কন্যাকুমারীর ধ্যানমণ্ডপম-এ ধ্যানে বসেন মোদি। ধ্যানের সময় তরল জাতীয় খাবার খাচ্ছেন তিনি। পালন করছেন মৌনব্রত। অর্থাৎ কারও সাথেই কথা বলছেন না তিনি।

মোদির এই ধ্যানের বিষয়টি নিয়ে এখন ভারতের বাইরে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা হচ্ছে। বিরোধীরা এর সমালোচনা করে বলছেন, এই ধ্যানও বিজেপি নেতার নির্বাচনী প্রচারের কৌশল। বিরোধীদের অভিযোগ, ধ্যানে বসে প্রচারের ফুটেজ নিচ্ছেন ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে মোদি তীর্থস্থান কেদারনাথ গিয়েছিলেন। ২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে।

Exit mobile version