Homeখেলারিয়ালকে হারানোর উপায় বাতলে দিলেন বরুশিয়া কিংবদন্তি

রিয়ালকে হারানোর উপায় বাতলে দিলেন বরুশিয়া কিংবদন্তি

ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। স্পেনের ক্লাবটি নিশ্চিত ফেবারিট, বরুশিয়া নামছে আন্ডারডগ হিসেবে। তবুও জার্মানির ক্লাবটির দারুণ সুযোগ দেখছেন রোমান ওয়েডেনফেলার। লস ব্লাঙ্কোসদের হারাতে প্রিয় দলের করণীয় কী হবে, সেই উপায় বাতলে দিলেন বরুশিয়ার এ কিংবদন্তি।

বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে সাড়ে ৪ শ’র বেশি ম্যাচ খেলেছেন ওয়েডেনফেলার। ২০১৮ সালে এই ক্লাবে থেকেই ক্যারিয়ারের ইতি টানেন তিনি। প্রিয় ক্লাবের প্রতি তার টান যে শেষ হয়ে গেছে, তা কিন্তু মোটেই নয়। সে কারণেই বোধহয় ফাইনালের আগে বরুশিয়াকে নিয়ে সরব হয়েছেন তিনি।

স্কাই জার্মানিকে ওয়েডেনফেলার বলেন, ‘বরুশিয়া পুরোপুরি ফ্রি হয়ে খেলতে পারবে। মাদ্রিদ টাইটেল জেতার ক্ষেত্রে মেশিনের মতো, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। ডর্টমুন্ড ফেবারিট না। সে কারণেই তাদের বড় সুযোগ।’

রিয়ালকে হারাতে কী করতে হবে বরুশিয়াকে? ওয়েডেলফেলার বলেন, ‘ভাগ্য একটা ব্যাপার। শক্ত দলীয় প্রচেষ্টা লাগবে। তাদের (রিয়াল মাদ্রিদকে) স্পেশ দেয়া যাব না, যেমনটা সেমিফাইনালে পিএসজির বিপক্ষে করা হয়েছিল।’

Exit mobile version