আদালতের রায়ে হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করার ঘটনায় চীন ও হংকংয়ের কিছু কর্মকর্তার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, হংকংয়ের উচ্চ আদালত বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় নিরাপত্তা আইনের অধীন গণতন্ত্রপন্থী ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করেন।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, হংকংয়ে গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাথু মিলার বলেন, এই রায়ের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।