প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরামর্শ নিয়ে নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় আসতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ইসরাক হোসেনসহ অন্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ভারতের নির্বাচনে বাংলাদেশ বড় উদাহরণ উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘দিল্লি থেকে এক সাংবাদিক জানিয়েছেন ভারতে ক্ষমতাসীনদের নির্বাচনে ভোটারদের আকর্ষণ কম। শেখ হাসিনার কাছে পরামর্শ নিয়ে মোদী আবারও ক্ষমতায় আসতে পারবেন।’
পুলিশের সাবেক মহা ব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজিজ ও বেনজীর এমন করে সম্পদের পাহাড় তো আর এমনি এমনি তৈরি করতে পারেননি। তাদের পাপী বানাইল কে? শেখ হাসিনা। কারণ, ক্ষমতায় থাকার জন্য।’
গয়েশ্বরের প্রশ্ন, ‘পুলিশ, সেনাবাহিনী ও বিচার বিভাগকে নিয়ে খেলা ধুলা হচ্ছে। এগুলো কী প্রমাণ করে?’
‘দেশের রিজার্ভ চুরি হলে, তা উদ্ধারের ইচ্ছে সরকারের নেই। খালি টালবাহানা আর একে অপরের দোষ দেয়,’ যোগ করেন বিএনপির এই নেতা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘কোনো রাজনৈতিক দল বলে না নির্বাচন ভালো হয়েছে। সবাই বলছে এটা কোনো নির্বাচনই হয়নি।’
শেখ হাসিনার উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন, ‘যদি সত্যি জনগণকে ভালোবেসে থাকেন, তাহলে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে সংসদে আবারও তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে নির্বাচন দেন। আপনার অপরাধের দায় অন্য কেউ ভোগ করবে সেটা আমরা চাই না।’