পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে অলৌকিকভাবে বেঁচে গেছে এক দম্পতি। ভূমিধসের তিনদিন পর তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৪ মে) প্রবল বৃষ্টিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের এনগা প্রদেশে ভূমিধস হয়। কিন্তু রোববারও (২৬ মে) বৃষ্টির কারণে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছিল না।
এর আগে পাপুয়া নিউগিনি সরকার জাতিসংঘকে জানিয়েছিল, ভূমিধসে ২ হাজারের বেশি মানুষ চাপা পড়েছেন।
এরইমধ্যে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধার কাজ চালানোর মত ভারী সরঞ্জাম এখনও পৌঁছাতে বাকি। কারণ ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার ভূমিধসের পর থেকে মাত্র ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এখানে কয়েকদিন ধরে উদ্ধার তৎপরতা চালাতে হবে। তাতে মৃতের সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা করছে সংস্থাটি।
কিন্তু এরইমধ্যে সোমবার আশ্চর্যজনকভাবে ভূমিধসে চাপা পড়া এক দম্পতিকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। কান্নার শব্দ শুনে বাসিন্দারা এগিয়ে আসেন এবং তাদের উদ্ধার করেন।
ওই দম্পতি জনসন এবং জ্যাকলিন ইয়ান্ডাম এনবিসি নিউজ নেটওয়ার্ককে বলেছেন, তারা অত্যন্ত কৃতজ্ঞ যে তাদের উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ‘একটি অলৌকিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন তারা।
জ্যাকলিন বলেন, এই মুহূর্তে আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা নিশ্চিত ছিলাম যে, আমরা মরতে যাচ্ছি; কিন্তু ভাগ্য ভালো, বড় পাথরটা আমাদের গায়ের ওপর এসে পড়েনি। এটা ব্যাখ্যা করা সত্যিই কঠিন; কারণ আমরা প্রায় ৭২ ঘণ্টা আটকে ছিলাম। আমরা বিশ্বাস করি, আমাদের কোন মহৎ উদ্দেশ্যের জন্য ঈশ্বর আমাদের বাঁচিয়েছেন।