নতুন অভিযোগ করলেন আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। এবার তার অভিযোগ, তাকে খুন ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। অভিযোগের নিশানা করেছেন তিনি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও। বলেছেন, তার ব্যাপারে নিয়ে ধ্রুব রাঠীর এক ভিডিওর পর তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে।
সম্প্রতি স্বাতী অভিযোগ করেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনেই তাকে মারধর করেছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত বৈভব কুমার। এরপর পুলিশ বৈভবকে গ্রেফতার করে। রোববার (২৭ মে) নতুন অভিযোগ নিয়ে সামনে আসেন স্বাতী।
এদিন এক এক্স-এ পোস্টে নির্যাতনের প্রসঙ্গ টেনে এই সাংসদ বলেন, বৈভব কুমারের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের জন্য তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমার দলের নেতাকর্মীরা আমার চরিত্রহনন, আমাকে অপদস্থ এবং উসকানিমূলক বক্তব্য ছড়ানোর পর থেকে আমি ধর্ষণ এবং হত্যার হুমকি পাচ্ছি।
ওই পোস্টে ইউটিউবার ধ্রুব রাঠীর ব্যাপারে বলেন, রাঠী তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ভিডিও বানানোর পর থেকে ধর্ষণ ও হত্যার হুমকি আরও বেড়েছে। প্রমাণ হিসেবে কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।
তার কথায়, এটি লজ্জাজনক যে রাঠীর মতো লোকেরা (যারা স্বাধীন সাংবাদিক বলে দাবি করেন) অন্য আম আদমি পার্টির মুখপাত্রদের মতোই আচরণ করতে পারে! এখন আমাকে যে পরিমাণে ঘৃণা ও অপরাধের অন্যায্য দায় সহ্য করতে হচ্ছে- তা অকল্পনীয়। আমি এখন চরম হুমকির মুখে রয়েছি।
ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। ইউটিউবে ২৯ বছর বয়সী ধ্রুব’র প্রায় ২ কোটি সাবস্ক্রাইবার রয়েছে। তার ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল।
সম্প্রতি ধ্রুব তার একাধিক ভিডিওতে বিজেপি সরকারের নানা দুর্নীতি ও অনিয়ম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার বক্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন। এসব ভিডিও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
বহু জায়গায় লোকসভা ভোটের প্রচারপর্বে বিরোধীরা সেই সব ভিডিও বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থাও করেছে যা বিজেপির অন্দরে অস্বস্তি বাড়িয়েছে।
এমন অবস্থায় ধ্রুবর চ্যানেল বন্ধ করার আর্জিও জানিয়েছেন বিজেপির একাধিক মাঝারি মাপের নেতা। স্বাতীর নিশানায় তাই বিজেপির ছাপ দেখছেন অনেকেই। রাঠীর চ্যানেল এবার ভারতে বন্ধ করা হতে পারে, মনে করা হচ্ছে এমনটাও।