Homeখেলারোনালদোর ইতিহাস গড়া গোলে আল নাসরের বড় জয়

রোনালদোর ইতিহাস গড়া গোলে আল নাসরের বড় জয়

সৌদি প্রো লিগের শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে এরই মধ্যে। তাতেই বেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর অপেক্ষার প্রহর। আল নাসরকে এ মৌসুমে এখন পর্যন্ত শিরোপা এনে দিতে না পারলেও ব্যক্তিগত অর্জনে সকলকে ছাড়িয়ে গেছেন রোনালদো। আরেক বড় দল আল ইত্তিহাদের বিপক্ষে দলকে বড় জয় এনে দিতে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। আর তাতেই ভেঙে দিয়েছেন রেকর্ড।

সোমবার (২৭ মে) সৌদি প্রো লিগের খেলায় আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। এদিন দলের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো। আর তাতেই গড়েছেন সৌদি লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড।

রোনালদো ছাড়াও আল নাসরের পক্ষে গোল করেছেন আব্দুলরহমান ঘারিব ও মেশারি আল-নেমের। আল ইত্তিহাদের পক্ষে ফারাহ আলি আল শামরানি ও ফ্যাবিনিয়ো একটি করে গোল শোধ করেন। এর আগে অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শুয়াইলেম আব্দুল্লাহ সালেম আল মানহালি।

সৌদি লিগে গত মৌসুমের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ চলতি মৌসুমে নামের প্রতি সুবিচার করতে পারেনি। আল নাসরের বিপক্ষে তারা নামে দলের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাকে ছাড়াই। অবশ্য চলতি মৌসুমে বেনজেমা নিজের ছায়া হয়ে আছেন। ইত্তিহাদের বাজে অবস্থার পেছনে ফরাসি তারকার বাজে পারফরম্যান্সের দায় অনেকখানি।

এদিন ম্যাচের ২৪ মিনিটে প্রথম ভালো আক্রমণটা আল ইত্তিহাডই করে। উইঙ্গার আল ঘামদি দূর থেকে দূরপাল্লার শটে ভাগ্য পরীক্ষা করেন। কিন্তু তার শট লক্ষ্যেই ছিল না।

প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় আল নাসর। পঞ্চম মিনিটে আল নাসরের অর্ধ থেকে রোনালদোকে লক্ষ্য করে বল বাড়ানো হয়। বাঁ প্রান্তে রোনালদোকে আল ইত্তিহাদের এক ডিফেন্ডার মার্ক করলেও তাকে ফাঁকি দিয়েই বল জালে পাঠান রোনালদো। এটি লিগে তার ৩৪তম গোল। এটিই যৌথভাবে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফের গোল পেতে পারতেন রোনালদো। ঘারিব বল নিয়ে ওপরে উঠে বল বাড়িয়েছিলেন বাঁয়ে থাকা রোনালদোকে। রোনালদো শটও নিয়েছিলেন। কিন্তু তার প্লেসিং শট ঠেকিয়ে দেন আল ইত্তিহাদের গোলরক্ষক আল মাহাসনেহ।

৬৬ মিনিটে লাল কার্ড দেখেন ইত্তিহাদের আল মানহালি। বল নিয়ে আক্রমণে ওঠা রোনালদোকে বাধা দিতে গিয়ে ফেলে দেন আল মানহালি। যখন তিনি ফাউল করেন, রোনালদোর সামনে গোলরক্ষক ছাড়া কেউই ছিল না। নিশ্চিত গোলের সুযোগ তার ফাউলে নষ্ট হয়। রেফারিও লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন।
এর তিন মিনিটেরও কম সময়ের মধ্যে ইতিহাস গড়েন রোনালদো। কর্নার থেকে আসা বল হেডে জড়িয়ে ভেঙে দেন সৌদি লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। ৩৫ গোল করে রোনালদোই এখন লিগটির ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়।

৭৯ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান আল ঘারিব। ৮৮ মিনিটে একটি গোল শোধ করেন শামরানি। দুই মিনিট পর পেনাল্টি থেকে ফ্যাবিনিয়ো আরও একটি গোল শোধ করলে হঠাৎ করে ম্যাচ জমে ওঠে। তবে যোগ করা সময়ের অষ্টম মিনিটে দারুণ এক হেড থেকে আল নেমের গোল করে ম্যাচ শেষ করে দেন।

লিগে এটিই আল নাসরের শেষ ম্যাচ ছিল। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলো তারা। সমান ম্যাচে ৯৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে গতবারের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ।

সর্বশেষ খবর