Homeআন্তর্জাতিকপাল্টাপাল্টি হামলায় ইউক্রেন ও রাশিয়ায় নিহত ৭

পাল্টাপাল্টি হামলায় ইউক্রেন ও রাশিয়ায় নিহত ৭

পাল্টাপাল্টি হামলায় ইউক্রেনের খারকিভ এবং রাশিয়ার বেলগরোদে অন্তত সাতজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শনিবার(২৫ মে) রুশ সীমান্ত থেকে ৩০ কিমি দূরে অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালায় রাশিয়া। শহরটির একটি হার্ডওয়্যার হাইপারমার্কেটে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের পর ব্যাপক আকারে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বেশ কয়েকজন হতাহত হন।

খারকিভের জানান, মার্কেটটিতে হামলার সময় দুশ’র বেশি মানুষ ছিলেন।

এছাড়াও একইদিন খারকিভের আবাসিক এলাকার একটি ভবনেও হামলা চালানো হয়। সেখানেও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। ভবনটিতে পোস্ট অফিস, পার্লার, এবং ক্যাফে ছিল।জরুরী কর্মীরা পরে কাছাকাছি অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার পর একে রাশিয়ার ‘পাগলামির বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেন। খারকিভে নতুন এ হামলায় পশ্চিমা নেতাদের প্রতি আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি।

পাল্টা জবাবে রাশিয়ার বেলগোরোদে হামলা চালায় ইউক্রেন। বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানান দুটি এলাকায় আলাদা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। রাশিয়া প্রায়ই বেলগোরোদ অঞ্চল থেকে ইউক্রেনের ওপর বিমান হামলা চালায়।

সর্বশেষ খবর