Homeসর্বশেষ সংবাদনড়াইলে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।।

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (২৫ মে) ভোরের দিকে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. জাকারিয়া লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মো.জাকারিয়া নামে ওই ব্যক্তিকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। এ মামলায় গ্রেফতারের ভয়ে জাকারিয়া দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এলে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম হাসিবুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকিজুর রহমান অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গ্রেফতারের পর আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান।

সর্বশেষ খবর