Homeসর্বশেষ সংবাদরৌমারীর ৩ কৃতি সন্তানের স্মরণে স্মৃতি সংসদ গঠন

রৌমারীর ৩ কৃতি সন্তানের স্মরণে স্মৃতি সংসদ গঠন

শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি।।

রৌমারীর কৃতি সন্তান,প্রবীণ সাংবাদিক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,যারা বিভিন্ন ভাবে রৌমারীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন,মহান মুক্তিযুদ্ধে ভুমিকা রেখেছেন, রৌমারীর সাংবাদিকতার পথিকৃত, তাদের অবদান,ভুমিকা স্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তাদের চিন্তা- চেতনা পরিচিতি করানো ,তাদের কর্মের স্বীকৃতি স্বরুপ প্রয়াত সাংবাদিক ও নাট্যশিল্পী বক্তার হোসেন মন্ডল,প্রবীণ সাংবাদিক ও সংগঠক,বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুল মান্ নান,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মু আ রাজ্ জাক এর নামের মুল অংশ নিয়ে”বক্তার-মান্ নান-রাজ্ রাক স্মৃতি সংসদ”২১মে মঙ্গলবার সন্ধ্যায় প্রভাষক আঞ্জুমান আরা বেগমের বাসায় ছড়াকার সরকার নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ সভার মধ্য দিয়ে, বিশদ আলোচনা পর্যালোচনা সাপেক্ষে উপস্থিত সবার মতামত ও সিদ্ধান্তক্রমে ছড়াকার সরকার নুরুল ইসলামকে সভাপতি,প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক কাইয়ুম আজাদ বাবুলকে সাধারণ সম্পাদক,প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও সংগঠক এসএমএ মোমেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।পর্বরতীতে আরও সদস্য অন্তভূক্ত করা হবে।

Exit mobile version