নিজেদের শত্রু নিজেরা না হতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় নেতাকর্মীদের হুঁশিয়ার করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচনে যারা নির্দেশ অমান্য করে অংশ নিয়েছে তারা সবাই শাস্তি পাবে। দল করলে দলের শৃঙ্খলা নির্দেশ মেনে চলতে হবে। নিজেদের শত্রু যে নিজেরা না হই।’
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম-হত্যা করেছিলেন বলে অভিযোগ তোলেন সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ১১ হাজার স্বাধীনতা বিরোধীকে জেলখানা থেকে মুক্তি দিয়েছিলেন।’
২৮ অক্টোবর পালিয়ে গিয়ে যাওয়া মির্জা ফখরুল বেশামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে বলতে চাই, নেতাকর্মীদের মুক্তির কথা বলতে আপনার লজ্জা করে না? কথায় কথায় গুম-খুনের অভিযোগ তোলেন।’
‘তিনি (ফখরুল) বলেন আমাদের নাকি পার্শ্ববর্তী দেশ নিয়ন্ত্রণ করে। কিন্তু জেনে রাখবেন, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের জনগণ ও সংবিধান নিয়ন্ত্রণ করে,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপি বিদেশি শক্তির ওপর ভর করে জোর গলায় কথা বলছে বলে দাবি ওবায়দুল কাদেরের।