ইতালিতে গত ২০ বছরে যুবকের সংখ্যা কমেছে ৩০ লাখ। তরুণের সংখ্যা কমায় শঙ্কিত দেশটির সরকার। যদিও সংকট নিরসনে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা বাড়ায় বেশ খুশি প্রবাসী বাংলাদেশিরা।
গত কয়েক দশক ধরে লাগাতার কমছে ইতালির জনসংখ্যা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার দেশটির জন্মহার বৃদ্ধিতে পিতা মাতার জন্য অনেক ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা ঘোষণা করেছেন। এতেও উল্লেখযোগ্য কোন সুখবর আসেনি দেশটিতে।
গত বুধবার (১৫ মে) দেশটির পরিসংখ্যান ব্যুরো ‘ইস্টাত’ প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত ২০ বছরে ইতালিতে যুবকের সংখ্যা কমেছে ৩০ লাখেরও বেশি। বর্তমানে ইতালিতে ১৮ থেকে ৩৪ বছরের তরুণের সংখ্যা এক কোটি ৩ লাখ ৩০ হাজার। যা ২০০৩ সালে ছিল ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার।
এত বড় সংখ্যক তরুণ-তরুণী কমে যাওয়ায় শঙ্কিত ইতালির সরকার ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। দেশটির শ্রমবাজারের সংকট মেটাতে বাড়বে বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা। এতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের সুযোগ বাড়বে বলে আশা করছেন প্রবাসীরা।
৭০ দশকের পর থেকে ইতালিতে লাগাতার কমছে জনসংখ্যা। বর্তমানে দেশটির জনসংখ্যা মাত্র ছয় কোটি। বর্তমান হারে কমতে থাকলে ২০৭০ সালে ইতালির জনসংখ্যা দাঁড়াবে সাড়ে চার কোটিতে। আর যুবকের সংখ্যা হবে ৫০ লাখেরও কম।