জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এই আসরে শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার। সেই মিশনে নামার আগে প্রস্তুতি হিসেবে ২টি প্রীতি ম্যাচ খেলবে তারা। খবর মুন্দো আলবিসেলেস্তের।
কোপা আমেরিকার আগে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। ৯ জুন এ ম্যাচটি অনুষ্ঠিত হবে শিকাগোর সুলজার ফিল্ডে। গুয়েতেমালার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ১৪ জুন, ওয়াশিংটন ডিসিতে। এই দুই ম্যাচ খেলেই নিজেদের প্রস্তুতি সারবে লিওনেল মেসির দল।
২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। ১৬ দলের টুর্নামেন্টে আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী পেরু, চিলি ও কানাডা। প্রথম দিনই খেলতে নামবে স্ক্যালোনির শিষ্যরা। জর্জিয়ায় সেদিন তাদের প্রতিপক্ষ কানাডা। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ২৫ জুন, চিলির বিপক্ষে। পেরুর বিপক্ষে তাদের গ্রুপপর্বের সবশেষ ম্যাচটি ২৯ জুন।
গ্রুপপর্ব শেষে হবে কোয়ার্টার ফাইনাল। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে ৪ দল যাবে সেমিফাইনালে। ১৪ জুলাই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।