গাজা যুদ্ধে ইসরাইলকে সমর্থনের প্রতিবাদে আরও এক মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। অধিকৃত এ উপত্যকায় সাত মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। আর এতে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, পদত্যাগের ঘোষণা দেয়া কর্মকর্তার নাম লিলি গ্রিনবার্গ কল। তিনি একজন ইহুদি। মার্কিন স্বরাষ্ট্র দফতরের চিফ অব স্টাফের বিশেষ সহকারী ছিলেন তিনি।
লিলি তার পদত্যাগপত্রে লিখেছেন, বিবেকবোধের জায়গা থেকে তিনি বাইডেন প্রশাসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি চালিয়ে যেতে পারেন না।
গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন এ নিয়ে যেসব মন্তব্য করেছেন তারও নিন্দা জানিয়েছেন লিলি। যেমন একটি মন্তব্যে বাইডেন সতর্ক করে বলেছিলেন, `ইসরাইলের অস্তিত্ব না থাকলে, বিশ্বে কোনো ইহুদি নিরাপদ থাকবেন না।’
বাইডেনের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে লিলি বলেছেন, ‘বাইডেন যুদ্ধের জন্য ইহুদিদের নাম ব্যবহার করছেন। এটি খুবই ভুল কাজ।’
সম্প্রতি ইসরাইলকে যুক্তরষ্ট্রের সমর্থনের প্রতিবাদে পদত্যাগ করেছেন হ্যারিসন মান নামে এক মার্কিন সেনা কর্মকর্তা। তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা ছিলেন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। সাত মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে নিহত হয়েছিন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।