Homeখেলাহ্যাজার্ড অবসরে গেলেও চেলসিকে টাকা দেয়া লাগতে পারে রিয়ালের

হ্যাজার্ড অবসরে গেলেও চেলসিকে টাকা দেয়া লাগতে পারে রিয়ালের

রুদ্ধশ্বাস সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ব্যাপারটা অর্থ খসার কারণ হয়ে দাঁড়াল স্প্যানিশ ক্লাবটির জন্য। চেলসিকে তাদের দেয়া লাগতে পারে ৭৪ কোটি টাকা।

২০১৯ সালে পাঁচ বছরের চুক্তিতে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন এডেন হ্যাজার্ড। দলবদলে নগদ অর্থের পাশাপাশি চেলসি পেয়েছিল আরও কিছু সুবিধা। শর্ত ছিল, চুক্তির মেয়াদ থাকাকালীন রিয়ালের পারফরম্যান্সের ওপর নির্ভর করে চেলসিকে ৫ মিলিয়ন পাউন্ড তথা ৭৪ কোটি টাকা করে দিতে হবে। সেই শর্তমতেই এবার অর্থ চাইতে পারে চেলসি।

যদিও হ্যাজার্ড ফুটবলকে এরইমধ্যে বিদায় জানিয়ে ফেলেছেন। ২০২২ সালে জাতীয় দল থেকে অবসরে যাওয়ার পর গত বছর রিয়াল মাদ্রিদকেও বিদায় জানিয়েছেন। কিন্তু বেলজিয়ান তারকাকে নিয়ে চেলসির সঙ্গে রিয়ালের পাঁচ বছরের যে চুক্তি হয়েছিল, তার মেয়াদ রয়ে গেছে এখনও। সে কারণেই টাকার দাবিদার স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। খবর টেলিগ্রাফের।

গোল ডটকম বলছে, প্রিমিয়ার লিগের নিয়ম মেনে রিয়ালের কাছে টাকা চাইবে চেলসি।

প্রসঙ্গত, ২০১৯ সালে রিয়ালে যোগ দিয়ে চেলসিতে করা পারফরম্যান্সকে বহন করতে পারেননি হ্যাজার্ড। প্রথম মৌসুম থেকেই ইনজুরি আর বাজে ফর্মের কারণে ভুগতে হয় তাকে। পরের তিন মৌসুমেও পরিস্থিতির কোনো বদল হয়নি। ফলে ২০২৩ সালের অক্টোবরে অবসরে চলে যান হ্যাজার্ড। চার মৌসুম মিলিয়ে ৭৬ ম্যাচে মাত্র ৭টি গোল করেন তিনি।

সর্বশেষ খবর