Homeখেলামেসিকে ছাড়া জিততে পারল না মায়ামি

মেসিকে ছাড়া জিততে পারল না মায়ামি

লিগে টানা ৫ জয়ের পর বৃহস্পতিবার (১৬ মে) অরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি।

মন্ট্রিয়লের বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। মায়ামির জেতা শেষ পাঁচ ম্যাচেই ছিলেন মেসি। তাদের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসি না থাকলেও একাদশে ছিলেন ফর্মে থাকা সুয়ারেজ। যিনি চলতি মৌসুমে ১১টি গোল করেছেন। অরল্যান্ডো সিটির বিপক্ষে আজ বেশকিছু সুযোগও তৈরি করেছিলেন তিনি। তবে গোল করতে পারেননি।

গোল করার সুযোগ পেয়েছিল অরল্যান্ডো সিটিও। ম্যাচের ৩২ মিনিটে মার্টিন ওজেডারের শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার । তার পড়ের মিনিটে লুইস মুরিয়েলের জোড়াল শটও আকটে দেন তিনি।

তবে ম্যাচের ফলের চেয়ে বেশি মেসির ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছেন মায়ামি কোচ। চলতি মৌসুমে এ নিয়ে ইনজুরির কারণে ৫ ম্যাচ খেলতে পারেননি মেসি।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিনসিনাটি।

Exit mobile version