Homeআন্তর্জাতিকমহিষের পিঠে চড়ে ভোট দিতে গেলেন যুবক!

মহিষের পিঠে চড়ে ভোট দিতে গেলেন যুবক!

ভারতের লোকসভা নির্বাচনে একটি অদ্ভূত ঘটনা ঘটল বিহারে। বিহারের উজিয়ারপুরের রাস্তায় সবার চোখ আটকে গিয়েছিল একজন যুবকের ওপর। ওই যুবক প্রথমবারের মতো ভোট দেবেন। সেটা কারণ নয়, কারণ হলো, প্রথমবার ভোট বলে তিনি ভোট কেন্দ্রে এসেছিলেন একটি মহিষের পিঠে চড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, কালো শার্ট, ধূসর রঙের ট্রাউজার এবং পাগড়ির মতো সবুজ কাপড় মাথায় জড়িয়ে যুবক একটি মহিষের পিঠে চড়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন, বিশেষ করে শিশুরা মোবাইল হাতে এই অদ্ভূত দৃশ্যের ছবি তোলেন। তাদের ছবি তোলা দেখে বিস্ময়ে তাদের দিকে তাকাচ্ছিলেন যুবক।

যুবক বললেন, আমি প্রথমবার ভোট দিতে এসেছি বলে আমি খুব উত্তেজিত। আমি আশা করি, যেই ভোটে জিতুক না কেন, তিনি আমাদের গ্রামের দারিদ্র্য দূর করবেন, তরুণদের চাকরি দেবেন এবং মুদ্রাস্ফীতি মোকাবেলা করবেন।

বিহারের সমস্তিপুর জেলার উজিয়ারপুর লোকসভা কেন্দ্রে ১৭ লাখ ৪৮ হাজার ভোটার রয়েছেন। এই আসন থেকে টানা তৃতীয়বারের মত লড়াই করছেন ইউনিয়ন মন্ত্রী নিত্যানন্দ রাই। এখানে রাই এর মূল প্রতিদ্বন্দ্বি অলোক মেহতা, একজন অভিজ্ঞ আরজেডি নেতা এবং প্রাক্তন প্রতিমন্ত্রী।

সমস্তিপুর কেন্দ্র যা রোসেরা নামে পরিচিত; এখানকার দুই রাজনৈতিক প্রবীণ, কংগ্রেসের সানি হাজারি এবং এলজেপির শাম্ভবী চৌধুরীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। তাদের দু’জনেরই রাজনৈতিক ক্যারিয়ার সমৃদ্ধ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভার সিনিয়র জেডি (ইউ) নেতা এবং মন্ত্রীর সন্তান তারা।

মহেশ্বর হাজারীর ছেলে সানি হাজারি, ২০০৯ সালে জেডি (ইউ) টিকিটে জয়লাভ করেছিলেন। অন্যদিকে নীতীশ কুমার প্রশাসনের একজন বিশিষ্ট মন্ত্রী অশোক চৌধুরীর কন্যা শাম্ভবী চৌধুরী তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার তৈরির জন্য সবসময় সচেষ্ট ছিলেন।

সর্বশেষ খবর