Homeখেলাবিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে বার্সায় ভেড়াতে জাভির সবুজ সংকেত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে বার্সায় ভেড়াতে জাভির সবুজ সংকেত

সার্জিও বুসকেটস ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকে বার্সেলোনার স্কোয়াড একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাববোধ করছে। গত মৌসুমে ওরিওল রোমেউকে দলে ভেড়ালেও একাদশে খুব একটা সুযোগ পাননি তিনি। রক্ষণভাগের সঙ্গে আক্রমণভাগের সমন্বয় ঠিকমতো না হওয়ায় ভুগতে হয়েছে কাতালান দলটাকে। এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ ও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে তো বটেই জিরোনার মতো দলের কাছেও দুইবার চার গোল হজম করতে হয়েছে জাভি হার্নান্দেজের দলকে।

নতুন মৌসুম শুরুর আগে অগ্রাধিকার ভিত্তিতে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দলে ভেড়াতে চায় বার্সেলোনা। সে লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছে কাতালান জায়ান্টরা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গুইডো রদ্রিগেজকে গ্রীষ্মকালীন দলবদলে ক্যাম্প ন্যুয়ে নিয়ে আসার পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা।
দিন দুয়েক আগে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুল জানিয়েছিলেন, রিয়াল বেতিসে খেলা গুইডো রদ্রিগেজ বার্সেলোনার সঙ্গে আগাম চুক্তি সেরে ফেলেছেন। ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার জুলাইয়েই বার্সেলোনায় যোগ দেবেন।

এবার প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ও দলবদলের বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, গুইডোর বার্সেলোনায় যোগ দেয়া এখন সময়ের ব্যাপার। তাকে দলে ভেড়ানোর ব্যাপারে বোর্ডকে সবুজ সংকেত দিয়েছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। জাভি নাকি বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে বলেছেন, আগামী মৌসুমে ক্লাবের পরিকল্পনা বাস্তবায়নে যে ধরণের খেলোয়াড় প্রয়োজন, সেখানে গুইডো ভালো সমাধান হতে পারে।

গুইডোর সঙ্গে দুই মৌসুমের জন্য চুক্তি করতে চায় বার্সেলোনা। তবে চুক্তিতে দুই পক্ষের সম্মতিতে আরও এক বছরের জন্য চুক্তি নবায়নের সুযোগ থাকবে।

উল্লেখ্য, গুইডো ২০২০ সাল থেকে লা লিগার ক্লাব রিয়াল বেতিসের হয়ে খেলছেন। চলতি মৌসুম শেষেই বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন তিনি। বিশ্বকাপে একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

সর্বশেষ খবর