কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বয়সের চেয়েও নির্বাচনে কম আসন পাবে দলটি। এমন দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার (১২ মে) উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ‘ভোট ব্যাংক’ রাজনীতির সমালোচনা করে মোদি বলেন, টিএমসি শাসনের অধীনে, হিন্দুরা রাজ্যে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেছেন, যতদিন মোদি ক্ষমতায় আছেন, কেউ সিএএ আইন বাতিল করতে পারবে না।
এছাড়া সন্দেশখালী ইস্যু নিয়েও কথা বলেন মোদি। তিনি বলেন, সন্দেশখালীর মা-বোনদের নিয়ে টিএমসি কী করেছে তা আমরা সবাই দেখেছি। এখন মূল অপরাধী শাজাহান শেখের নামে সন্দেশখালীতে টিএমসির গুন্ডারা নারীদের হুমকি দিচ্ছে। তারা সন্দেশখালীর অপরাধীদের রক্ষা করার জন্য যা ইচ্ছা তাই করছে।
তিনি আরও দাবি করেন, টিএমসি শাসনের অধীনে, বাংলা দুর্নীতির কেন্দ্র এবং বোমা তৈরির আঁতুড়ঘর হয়ে উঠেছিল। তখন রাজ্যের শাসন ব্যবস্থা ভোট ব্যাংকের রাজনীতির সামনে আত্মসমর্পণ করেছে।
পরে হুগলিতে আরেকটি সমাবেশেও মোদি বলেন, এবার কংগ্রেস তার শেহজাদার (রাহুল গান্ধী) বয়সের তুলনায় কম আসন পাবে। রাহুল গান্ধীর বয়স এখন ৫৩ বছর।
এর আগে গত সপ্তাহে মোদি বলেছিলেন যে, এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ‘সর্বকালের সর্বনিম্ন’ আসন পাবে।