Homeআন্তর্জাতিকবিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

বিক্ষোভ-সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। নানা সংকটের জেরে সেখানকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ছিল দীর্ঘদিন ধরেই। সেই ক্ষোভ থেকেই গেল শুক্রবার বিক্ষোভের ডাক দেয় স্থানীয় সংগঠন আওয়ামী অ্যাকশন কমিটি (এএসি)। এদিকে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিক্ষোভের আগে গেল বৃহস্পতিবার রাতে মুজফ্ফরাবাদসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী অ্যাকশন কমিটির বহু নেতাকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে পরদিন শুক্রবার হরতালের ডাক দেয়া হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, শুক্রবার মুজফ্ফরাবাদে বিক্ষোভকারীদের একটি মিছিল বের হয়েছিল। কিন্তু পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ সেই মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর দফায় দফায় চলে সংঘর্ষ।

এই সংঘর্ষেই স্থানীয় এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হয়েছেন অনেকেই। এছাড়া গ্রেফতার করা হয়েছে বহু বিক্ষোভকারীকে।

হতাহত-গ্রেফতারের ঘটনার পর শনিবারও চলে সংঘর্ষ। তবে রোববার থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সেখানকার বিভিন্ন এলাকায় বাজার, স্কুল ও অফিস বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর