মন্ট্রিলের বিপক্ষে ডি বক্সের বাইরে লিওনেল মেসি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ইন্টার মায়ামি। কিন্তু আর্জেন্টাইন তারকা সেই শটটি নিতে পারেননি। কেন?
রোববার (১২ মে) মন্ট্রিলের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে ৪৩ মিনিটে ফাউলের শিকার হয়েছিলেন মেসি। আপাত দৃষ্টিতে ফ্রি কিকটি মেসিরই নেয়ার কথা। ফুটবলপ্রেমী মাত্রই জানেন, মেসি ফ্রি কিকে কতটা দুর্ধর্ষ। তবুও সেই শট নিতে পারেননি তিনি। তার পেছনে রয়েছে মেজর লিগ সকারের একটি নতুন নিয়ম।
সকার লিগের নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্লেয়ার ইনজুরড হয়ে ১৫ সেকেন্ড চিকিৎসা নিলে তাকে অন্তত ২ মিনিট মাঠের বাইরে থাকতে হয়। ফাউলের শিকার হয়ে আঘাত পাওয়া মেসি ১৫ সেকেন্ডের বেশি সময় চিকিৎসা নিয়েছিলেন। যে কারণ তাকে ২ মিনিট মাঠের বাইরে থাকতে হয়। ফলে ফ্রি কিক শটটিও নিতে পারেননি তিনি।
মেসির অনুপস্থিতিতে ফ্রি কিক শট নেন ম্যাতিয়াস রোজাস। বাঁ পায়ের শটে গোলও করেন তিনি। ওই গোলের মাধ্যমেই ব্যবধান (২-১) কমাতে সক্ষম হয় ইন্টার মায়ামি। ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তারা জয় পায় ৩-২ গোলে। এ জয়ে অবশ্য মেসি গোল-অ্যাসিস্ট কিছুই করতে পারেননি।
মন্ট্রিলকে হারানোর ফলে মেজর সকার লিগের ইস্টার্ন কনফারেন্স লিগে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট ইন্টার মায়ামির। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাতির চেয়ে তারা এগিয়ে ৩ পয়েন্টে। ১৫ দলের মধ্যে মন্ট্রিল ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে।