যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। শনিবার (১১ মে) গাজায় বেসামরিকদের হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দিচ্ছিলেন। তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি ছাত্রবিক্ষোভ নিয়ে কথা বলছিলেন।
এতে ক্ষুব্ধ ফিলিস্তিনিপন্থি শিক্ষার্থীরা টুপি এবং গাউন পরা অবস্থায় অনুষ্ঠান থেকে বেরিয়ে পড়েন। পরে এ ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়ে।
এ বছরে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তা হিসেবে গভর্নর গ্লেনকে আমন্ত্রণ জানানোর জন্য সমালোচনা করেছিল বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী।
এ বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান কয়েক সপ্তাহ পিছিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্নাতক সমাপনী অনুষ্ঠানে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারেন বলে আশঙ্কা করছে।
মার্কিন শিক্ষার্থীরা ফিলিস্তিনে যুদ্ধবিরতির জন্য বিক্ষোভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের শিক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দাবি জানাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের আটক করেছে পুলিশ।