যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দুই প্রীতি ম্যাচ এবং কোপা আমেরিকাকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। বাদ পড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। দলে জায়গা হয়নি পুনর্বাসনে থাকা নেইমার জুনিয়রের। সুযোগ পেয়েছেন তরুণ স্ট্রাইকার ফেলিপে এন্দরিক।
শুক্রবার (১০ মে) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র।
আগামী ২১ জুন পর্দা উঠতে যাচ্ছে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার। তার আগে ৯ জুন মেক্সিকো ও ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
প্রীতি ম্যাচ ও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় এক মাস আগেই দল ঘোষণা করেছে সেলেসাওরা। দলে একাধিক চমক রেখেছেন কোচ দরিভাল জুনিয়র।
২৩ জনের স্কোয়াডে সুযোগ পাননি অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ইনজুরি কাটিয়ে পুনর্বাসনে থাকা তারকা ফরোয়ার্ড নেইমারকেও বিবেচনায় রাখেননি তিনি। বাদ পড়েছে রিচার্লিসন। তবে কোপা আমেরিকার দলে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এন্দরিক।
দায়িত্ব কাঁধে তুলে নেয়ার পর দরিভালের অধীনে গত ২৪ মার্চ ইংল্যান্ড ও ২৭ মার্চ স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকেই মূলত ২৩ জনকে বেছে নিয়েছেন ৬২ বছর বয়সী এ কোচ। অবশ্য ওই দুই প্রীতি ছিলেন না ২৭ বছর বয়সী ডিফেন্ডার গুইলহারমে অ্যারানা ও ২৪ বছর বয়সী এভানিলসন।
২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।
ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন, বেনতো, এডার্সন
রক্ষণভাগ: বেরালদো, এদের মিলিতাও, ম্যাগালায়েস, মারকুইনস, দানিলো, ইয়ান কোওতো, গুইলহারমে অ্যারেনা, ওয়েনদেল
মিডফিল্ডার: আন্দ্রেস পেরেইরা, গিমারেস, ডগলাস লুইজ, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এন্দরিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনিয়া, স্যাভিও, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।