Homeআন্তর্জাতিকএ বছর হাজিদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সি

এ বছর হাজিদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সি

সৌদি আরব এ বছর হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের ব্যবহার শুরু করবেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী সালেহ আল-জাসের।

বৃহস্পতিবার (৯ মে) সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সৌদি মন্ত্রী বলেন, এগুলো ট্যাক্সিসহ অতি উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। পরিবহন খাতে সেরা সেবা দেয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে প্রতিযোগিতা চলছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হজের সময় হাজিদের পরিবহন দ্রুত ও নির্বিঘ্ন করতে আরও সহজ ও উন্নত পরিবহন ব্যবস্থা ব্যবহারের জন্য কাজ করছেন তারা।

এর আগে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স জানিয়েছিল, তারা উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে হজ যাত্রীদের জেদ্দার বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে সংস্থাটি ১০০টি উড়ন্ত ট্যাক্সি কেনার কথাও জানিয়েছিল।

এদিকে হজ ভিসা নিয়ে নতুন নিয়ম জারি করেছে সৌদি আরব। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এই ভিসা দিয়ে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে।সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুধু হজ ভিসা দিয়ে ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেয়া মুসল্লিরা জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরবে কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয়। এছাড়া এই বিধিনিষেধ লঙ্ঘনকারীরা ভবিষ্যতে হজে অংশ নেয়ার অনুমতি না-ও পেতে পারেন। অভিযুক্তকে দেশ থেকেও বের করেও দেয়া হতে পারে।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। প্রতি বছর মাত্র একবারই মক্কার পবিত্র কাবা শরীফে হজ হয়। এ বছর জিলক্বদ মাসের চাঁদ উঠা সাপেক্ষে হজ হতে পারে ১৪ জুন।

সর্বশেষ খবর