অন্য কর্মীদের সঙ্গে মিলে ‘অসুস্থতাজনিত ছুটি’ নেয়ায় ৩০ জন কেবিন ক্রু’কে ছাঁটাই করেছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ছাঁটাইয়ের তালিকায় আরও নাম যোগ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভি’র।
বৃহস্পতিবার (৯ মে) এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ সংস্থাটির সব কর্মচারীদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। এ বৈঠক থেকে একসঙ্গে এতজন সিনিয়র কেবিন ক্রু’র ছুটি নেয়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
এর আগে, বুধবার (৮ মে) ৩০০ জন কর্মী একসঙ্গে ছুটি নেয়ায় সাময়িকভাবে কর্মী সংকটে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এতে অন্তত ৮৬টি ফ্লাইট বাতিল হয়ে যায়। বৃহস্পতিবারও অন্তত ৭৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থাটি।
এ অবস্থায় কর্মীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যেসব কর্মীরা ছুটি নিয়েছেন তাদের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে অফিসে দেখা করার আলটিমেটাম দিয়েছে সংস্থাটি। আর তারা যদি দেখা না করেন, এর ‘ফল’ ভোগ করতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তিন শতাধিক সিনিয়র কেবিন ক্রু বিমান উড্ডয়নের ঠিক আগে ‘অসুস্থতা’র কারণ দেখিয়ে গণহারে ছুটি নেন। পরে তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এতে বিপাকে পড়ে এয়ার ইন্ডিয়া।