বেশ কবছর ধরেই কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবেন যাবেন বলে রব উঠেছে। এ মৌসুম শেষে নাকি লস ব্লাঙ্কোসদের ডেরায় ভিড়বেন তিনি। তবে তাকে স্প্যানিশ জায়ান্টদের আশা ছেড়ে দেয়ার পরামর্শ দিলে ফরাসি কিংবদন্তি ফুটবলার মারসেল দেসাইলি। সৌদি আরবকে এমবাপ্পের জন্য আদর্শ স্থান বলে মনে করছেন তিনি।
রিয়ালে এমবাপ্পের জায়গা নিয়ে বেশ কয়েকটি সমস্যা দেখছেন দেসাইলি। ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রিগোদের মাঝে এমবাপ্পে খুব বেশি মূল্যায়ন পাবেন বলেও মনে হয় না তার। এ সম্পর্কে ফুট মারকাটোকে দেসাইলি বলেন, ‘মাদ্রিদ যে ওর জন্য সেরা জায়গা, সেটা আমার মনে হয় না। ভিনি বাঁ উইঙ্গে, বেলিংহ্যামের মতো প্লেয়ার আছে দলে। ওখানে এমবাপ্পে অবিসংবাদিত নেতা হতে পারবে না। এটাই তো ওর চাওয়া।’
সৌদে আরবের দলগুলো ফুটবলারদের পেছনে প্রচুর টাকা ঢালছে। এমবাপ্পেও চাইলে সেখান থেকে প্রচুর বেতন পেতে পারে বলে মনে করেন দেসাইলি। তিনি বলেন, ‘যদি ফুটবল ব্যবসার দিকে তাকাই, তবে আমি হলে সৌদি আরবে বছরে ৩৫০ মিলিয়ন ইউরোর দিকে যেতাম। এক বছর পর, ২০২৬ বিশ্বকাপের আগে সেখান থেকে ফিরে আসা যায়। তখন ওর বয়স হবে মাত্র ২৬। ও এক বছরের জন্য ইউরোপ ছেড়ে সৌদি আরবে যেতে পারে।’
সৌদি আরবের দলগুলোতে এখন নামিদামি প্লেয়াররা খেলছেন। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়রের মতো প্লেয়ার সেখানে আছেন। লিগটিকে তাই প্রতিযোগিতামূলকই মনে হয় দেসাইলির। তিনি বলেন, ‘সৌদি আরবে প্রতিযোগিতা আছে। স্টেডিয়ামগুলো দর্শকভর্তি হয়। ম্যাচগুলো সম্প্রচারিতও হচ্ছে। কাতারের মতো সৌদি আরবও ফুটবলকে প্রমোট করতে চাইছে।’