ভোট বর্জন করেছে মানুষ, এমন বক্তব্যকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছিল তা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
বুধবার (৮ মে) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আবাসিক প্রতিনিধি একজন আছেন তিনি পাগলের প্রলাপ বকছেন। সহিংসতা হওয়া নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছিল তা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। মানুষ ভোট বর্জন করেনি। বিএনপি নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ।
ওবায়দুল কাদের বলেন, ঝড়-বৃষ্টি ও ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। কমিশন বলছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। পুরো তথ্য এখনও আসেনি। আগামীকাল পুরো তথ্য পাওয়া যাবে।
বড় দল না থাকা এবং দলীয়ভাবে নির্বাচন না হওয়ার পরেও ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও মত তার।