ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন ইকুয়েডরের ‘বিউটি কুইন’ লান্দি পারাগা গয়বুরো। এরপরই আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, ইনস্টাগ্রামে দেয়া ছবি দেখেই লান্দি’র অবস্থান জেনে গিয়েছিল ঘাতক।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় লা রিও প্রদেশের প্রতিনিধিত্ব করেন লান্দি পারাগা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, ঘটনাটি ঘটেছে কুয়েভেদো শহরের এক রেস্তোরাঁয়। এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন লান্দি। সিসিটিভি ফুটেছে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে একজনের সঙ্গে কথা বলছিলেন লান্দি।
ওই সময় দুই ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করে। তাদের মধ্যে একজন রোস্তোরাঁর গেটের কাছে দাঁড়ায়। অন্যজন লান্দির দিকে এগিয়ে গিয়ে গুলি চালায়।
ঘটনার আগে রেস্তোরাঁয় খাওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন লান্দি। ধারণা করা হচ্ছে, ওই ছবি দেখেই তার অবস্থান জানতে পারে আততায়ী। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।