জিতলেই শিরোপা জয়ের হাতছানি, এমন সমীকরণ নিয়ে লা লিগার ৩৪তম রাউন্ডের ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষ রেলিগেশনের শঙ্কায় থাকা কাদিজ। বাংলাদেশ সময় রাত সোয়া ৮ টায় শুরু হবে ম্যাচটি। একই দিন টেবিলের দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে জিরোনার মুখোমুখি বার্সেলোনা। স্তাদিও মন্তিলেভিতে ম্যাচ শুরু রাত সাড়ে দশটায়।
চলতি লা লিগায় উড়ছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর ম্যাচ জিতে অপ্রতিরোধ্য দলটার সামনে এবার শিরোপা জয়ের হাতছানি। কাদিজের বিপক্ষে ম্যাচে রিয়াল জিতলে এবং জিরোনার বিপক্ষে বার্সেলোনা হারলে কিংবা ড্র করলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে মাদ্রিদিস্তারা। লা লিগায় টানা ছয় ম্যাচ অপরাজিত দলটা। আর এখন পর্যন্ত খেলা ৩৩ ম্যাচের মধ্যে ২৬টিতে জয়ের দেখা পেয়েছে আনচেলত্তির শিষ্যরা। মাত্র এক ম্যাচে হার আর ছয় ড্র আছে দলটির। দারুণ পারফরম্যান্সে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান লস ব্ল্যাঙ্কোসদের। শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ শক্তির বিচারে অনেকটা পিছিয়ে থাকা কাদিজ। অপেক্ষাকৃত কম শক্তিশালী কাজিদের বিপক্ষে যেকোনোভাবে জয় তুলে নিতে পারলেই শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে যাবে আনচেলত্তির দল।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিশ্চিন্ত মাস্টারমাইন্ড আনচেলত্তি। কোনো ইনজুরি না থাকায় নির্ভার কোচ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়া। এ ম্যাচে অভিজ্ঞ মদ্রিচ, কামাভিঙ্গা, কারভাহালদের নিয়ে সম্ভাব্য ৪-১-২-১-২ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন কার্লো। সঙ্গে আছে বিগত পরিসংখ্যানের সুখস্মৃতিও।
পয়েন্ট টেবিলে ঢের পিছিয়ে থাকা কাদিজের বিপক্ষে ৮ দেখায় পাঁচ জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল। বিপরীতে কাদিজের ঝুলিতে আছে একটি মাত্র জয়। আর তাই আত্মবিশ্বাসে টইটুম্বুর মাদ্রিদিস্তারা। টেবিলের তলানিতে থাকা কাদিজের লক্ষ্য কিছুটা উন্নতি করা। যদিও রিয়ালকে হারানোর সর্বোচ্চ চেষ্টাটাই করবে প্রতিপক্ষ দলটা।
এদিকে, একই দিন মাঠে নামবে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ হিসেবে থাকছে কাতালানদের ঘাড়ে নিশ্বাস ফেলা জিরোনা। পয়েন্ট ব্যবধানে পার্থক্যটা মোটে দুই। সমান ৩৩ ম্যাচ খেলে ২২ জয়ে দু’দলের পয়েন্ট ৭৩ ও ৭১। শিরোপার লড়াই থেকে অনেক খানি পিছিয়ে জাভির দল। তবে জিরোনার বিপক্ষে জিততে পরিকল্পনার ছক কষছেন কোচ। সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন তিনি। লম্বা ইনজুরি তালিকা বড় চিন্তার কারণ হতে পারে কাতালানদের জন্যে। বার্সা অতীত পরিসংখ্যানে এগিয়ে থাকলেও নিজেদের ঘরের মাঠে ম্যাচটায় বাড়তি সুবিধা পাবে জিরোনা।